Web Analytics

সীমান্ত সংঘাতের জেরে সোমবার (৮ ডিসেম্বর) ভোরে কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। থাই সেনাবাহিনীর আইএসপিআর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি জানান, কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় সেনা অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি বলেন, আগের দিন কম্বোডীয় সেনাদের হামলায় এক থাই সেনা নিহত ও দুজন আহত হওয়ার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালিত হয়েছে।

কম্বোডিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সোমবার সকাল ৫টা ৪ মিনিটে তাদের স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে থাই বিমান হামলা চালানো হয়। তারা অভিযোগ করেছে, সাম্প্রতিক দিনগুলোতে থাই বাহিনী সীমান্তে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং এই হামলাও তারই অংশ। এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সংঘাতের পর থাইল্যান্ড সীমান্তবর্তী বুরি রাম, সুরিন, সি সা কেত ও উবন রাতচাথানি প্রদেশ থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সিএনএন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোর প্রায় ৭০ শতাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

08 Dec 25 1NOJOR.COM

সীমান্ত সংঘাতের পর কম্বোডিয়ায় থাই বিমান হামলা, সীমান্ত থেকে হাজারো মানুষ সরিয়ে নেওয়া

নিউজ সোর্স

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা চালানো হয়। 
থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি স্বাক্ষ