নিম্নচাপের প্রভাবে সারা দেশে ঝরছে বৃষ্টি, থাকবে কত দিন?
সাগরে এখনো গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। ফলে সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ। সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারা দেশেই এমন অবস্থা বিরাজ করছে। এটি আরও ৩ থেকে ৪ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।