মাধ্যমিকের ৩ শ্রেণির বইয়ের দরপত্রের অনুমোদন দেয়নি সরকার, ৬০০ কোটির টাকার প্রস্তাব বাতিল
আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের তিন শ্রেণির বইয়ের দরপত্রের অনুমোদন দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। মঙ্গলবার কমিটির ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ‘কাজের স্বাভাবিক গতি বিঘ্নিত: বিশৃঙ্খল অবস্থা শিক্ষা খাতে’ এমন শিরোনামে দৈনিক যুগান্তরে খবর প্রকাশের পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।