যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে: ইসরাইলি সেনাবাহিনী
যুদ্ধের ১২তম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও ‘বিপদ রয়ে গেছে’ বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বক্তৃতায় বলেন, ‘যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চস্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।’ আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই পর্যায়ে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলিতে কোনো পরিবর্তন হয়নি। নির্দেশনাবলি অবশ্যই মেনে চলতে হবে। বিপদ রয়ে গেছে।’
যুদ্ধের ১২তম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও ‘বিপদ রয়ে গেছে’ বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।