Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার থেকে প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স ও সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিচারিক এলাকায় সভা, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য এই আদেশ ২৯ ধারার আওতায় জারি করা হয়েছে। এছাড়াও, যে কোনো দাবি-দাওয়ার নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

12 Jun 25 1NOJOR.COM

শনিবার থেকে প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ সোর্স

শনিবার থেকে ঢাকার যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি স্থানে সভা, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।