পাক-ভারত ম্যাচে ভিন্ন এক লড়াই
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে উত্তেজক ম্যাচ আজ। মুখোমুখি ভারত ও পাকিস্তান। একদিনের ক্রিকেটে একসময় ভারতের ওপর ছড়ি ঘোরাত পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে সেই দাপট অনেকটাই খর্ব হয়েছে। পরিসংখ্যান বলছে, শেষ ছয়টি ওয়ানডের পাঁচটিই জিতেছে ভারত। একটির ফল হয়নি। ভারতের বিরুদ্ধে এই ফরম্যাটে পাকিস্তানের শেষ জয় ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে প্রচণ্ড চাপে রয়েছে পাকিস্তান। দুদলের তারকাদের ব্যক্তিগত দ্বৈরথের দিকে সবার নজর থাকবে।