ই-থ্রি দেশগুলোর বিরুদ্ধে যথাযথভাবে জবাব দেবে ইরান: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করায় তেহরান সমপর্যায়ের জবাব দেবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করেছেন যে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে জাতিসংঘের “স্ন্যাপব্যাক” প্রক্রিয়া চালু হওয়ার পর তেহরান যথাযথভাবে জবাব দেবে। ই-থ্রি দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, যদি ৩০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত না হয়, তবে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। তেহরান এই পদক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করেছে এবং এটি আইএইএর সঙ্গে সহযোগিতায় প্রভাব ফেলতে পারে। আরাগচি বলেছেন, ইরান জাতীয় অধিকার ও স্বার্থ রক্ষা করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করায় তেহরান সমপর্যায়ের জবাব দেবে।