গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। ঈদ বোনাস, কারখানার জিএমের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সহাসড়ক অবরোধ করে তারা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন মহাসড়কটি ব্যবহারকারীরা।