Web Analytics

লিচুর ভরা মৌসুমে দিনাজপুরে প্রায় দেড় লাখ নারী ও কিশোর অস্থায়ীভাবে লিচু বাগানে কাজ করছেন। মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত সদর ও বিরল উপজেলার গ্রামাঞ্চলে লিচু সংগ্রহ, বাছাই, গণনা ও খাঁচা বা টুকরিতে রাখার কাজ করেন তারা। প্রতিটি বাগানে ৩০ থেকে ৪০ জন নারী ও কিশোর কাজ করেন। দিনে ৩০০–৪০০ টাকা মজুরি পেয়ে সংসারের খরচ মিটিয়ে অনেকেই সঞ্চয়ও করতে পারেন। দিনাজপুর কৃষি অফিস জানায়, জেলায় ৫,৫০০ হেক্টর জমিতে এবার লিচু চাষ হয়েছে। নারীদের পরিচ্ছন্ন কাজের দক্ষতার কারণে তাদের চাহিদাও বেশি।

14 Jun 25 1NOJOR.COM

দিনাজপুরে লিচুর মৌসুমে দেড় লাখ নারী ও কিশোরের কর্মসংস্থান

নিউজ সোর্স

লিচুর মৌসুমে দিনাজপুরে দেড় লাখ কর্মসংস্থান তৈরি

লিচুর ভরা মৌসুমে দিনাজপুরে প্রায় দেড় লাখ নারী ও কিশোরের কর্মসংস্থান হয়েছে। প্রায় পৌনে দুই মাস তারা এই ফলের বাগানে কাজ করেন। মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত গাছ থেকে লিচু নামানো ও বেচাকেনা করা হয়। এ সময় সদর ও বিরল উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে গাছ থেকে লিচু নামানো, গণনা করা ও শেষে খাঁচা বা টুকরিতে রাখতে হয়। এতে লিচুর রাজ্যখ্যাত দিনাজপুরে দেড় লাখ নারী ও কিশোরের কর্মসংস্থান তৈরি হয়।