লিচুর মৌসুমে দিনাজপুরে দেড় লাখ কর্মসংস্থান তৈরি
লিচুর ভরা মৌসুমে দিনাজপুরে প্রায় দেড় লাখ নারী ও কিশোরের কর্মসংস্থান হয়েছে। প্রায় পৌনে দুই মাস তারা এই ফলের বাগানে কাজ করেন। মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত গাছ থেকে লিচু নামানো ও বেচাকেনা করা হয়। এ সময় সদর ও বিরল উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে গাছ থেকে লিচু নামানো, গণনা করা ও শেষে খাঁচা বা টুকরিতে রাখতে হয়। এতে লিচুর রাজ্যখ্যাত দিনাজপুরে দেড় লাখ নারী ও কিশোরের কর্মসংস্থান তৈরি হয়।