১৪ বছর পর রংপুরে নিজ এলাকায় যাচ্ছেন এটিএম আজহার
দীর্ঘ প্রায় ১৪ বছর পর রংপুরে নিজ এলাকায় যাচ্ছেন সদ্য কারামুক্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
সম্প্রতি সব মামলায় খালাস পাওয়ার পর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রায় ১৪ বছর পর নিজ এলাকা রংপুরে যাচ্ছেন। দুই দিনের সফরে তিনি শুকরিয়া ও ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন, দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। দলীয় সূত্রে জানা গেছে, এটি ঢাকার বাইরে তার প্রথম প্রকাশ্য কর্মসূচি। আসন্ন জাতীয় নির্বাচনে রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।
১৪ বছর পর খালাস পেয়ে রংপুরে ফিরছেন এটিএম আজহারুল ইসলাম
দীর্ঘ প্রায় ১৪ বছর পর রংপুরে নিজ এলাকায় যাচ্ছেন সদ্য কারামুক্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।