ইরানের জেনারেল সাদমানিকে হত্যার দাবি ইসরাইলের
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ মঙ্গলবার ইসরাইলের হামলায় সাদমানি নিহত হন বলে জানায় জেরুজালেম পোস্ট।