২০২৫ সালের জানুয়ারি-এপ্রিল: ইউরোপে তৈরি পোশাক রফতানিতে ২৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি অর্জিত হয়, যা চীন, ভারত, তুরস্ক, ভিয়েতনামসহ প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় সর্বোচ্চ। এ সময় বাংলাদেশ ইউরোপের বাজারে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রফতানি করেছে। যেখানে ২০২৪ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক শূন্য ২ বিলিয়ন ইউরো। এ হিসাবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫২ বিলিয়ন ইউরো। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিষয়ক দপ্তর ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।