Web Analytics

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেছেন, যতবার অন্যায় হবে ততবারই জুলাইয়ের জন্ম হবে এবং সাহসী নারী ‘জুলাই কন্যারা’ প্রতিবাদে ফিরে আসবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই কন্যা দিবস’ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি বলেন, এই সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই কন্যাদের শপথবাক্য পাঠ করান। রিকশা র‍্যালি ও সমাবেশে তিনি জানান, জুলাই মানে অন্যায়ের অবসান এবং মেয়েদের মাথা উঁচু করে দাঁড়ানোর সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টারা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

15 Jul 25 1NOJOR.COM

যতবার অন্যায় হবে ততবারই জুলাইয়ের জন্ম হবে এবং সাহসী নারী ‘জুলাই কন্যারা’ প্রতিবাদে ফিরে আসবে: শারমীন মুরশিদ

নিউজ সোর্স

অভ্যুত্থানের সাহসী নারীদের হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এ দেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যারা প্রতিবার ধেয়ে আসবে।