‘দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছে শহীদ সাদের পরিবার’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, মা-বাবাকে সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই যা দিয়ে পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায়। শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে না, তার মা-বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে।