যুক্তরাষ্ট্রে ৭ লাখেরও বেশি কর্মী ছাঁটাইয়ের শঙ্কা
যুক্তরাষ্ট্রে ব্যাপক ফেডারেল কর্মী ছাঁটাই দু’দিনের মধ্যেই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থায় পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় শাটডাউনের দায় একে অপরের ওপর চাপাচ্ছে দুই দল।