রয়টার্স এক্সক্লুসিভ : চীনের চাপে মিয়ানমারের বিদ্রোহীরা, ভারী দুর্লভ খনিজের যোগান হুমকির মুখে
বিশ্বের ভারী দুর্লভ খনিজের সরবরাহ আংশিকভাবে নির্ভর করছে মিয়ানমারের উত্তরের পাহাড়ি অঞ্চলে বিদ্রোহী বাহিনী এবং চীন-সমর্থিত সামরিক জান্তার মধ্যে মাসব্যাপী চলমান সংঘাতের ওপর। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশব্যাপী গৃহযুদ্ধের অংশ হিসেবে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ডিসেম্বর থেকে চীনা সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বের ভামো শহরের নিয়ন্ত্রণের জন্য জান্তার সঙ্গে লড়াই করছে।