Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে মাদক সেবনের প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মী রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম সাধারণ শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন। যারা মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তাদেরকে এই দুই কর্মী হুমকি দিয়ে বলেন, তারা এই পরিস্থিতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই ঘটনা হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করছেন যে পরিস্থিতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

Card image

নিউজ সোর্স

‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো’

সোমবার (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে সাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধমকি দেন।

হুমকির রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডে লাবিবাকে বলতে শুনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো, আসো। তোদের মত পতিতা না মেয়ে নিয়ে রুমে রুমে যাবো। তোদের সবাইকে দেখে নিবো, সব বের করবো।