Web Analytics

ইসরাইলি বাহিনী বুধবার দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে অন্তত ২৫টি ভবন গুঁড়িয়ে দিয়েছে। এসব ভবনে প্রায় ১০০টি পরিবার বসবাস করত। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এটি সশস্ত্র গোষ্ঠী নির্মূলের অংশ হিসেবে পরিচালিত একটি অভিযান।

নূর শামস শিবির দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। বুধবার ভোরে বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ভবনগুলো ধ্বংস করা হয়, ফলে আকাশে ধুলোর কুণ্ডলি ছড়িয়ে পড়ে। শিবিরের বাসিন্দা মুতাজ মাহর বলেন, ঘরবাড়ি ও স্মৃতি হারানো অত্যন্ত বেদনাদায়ক এবং দখলদার বাহিনী তাদের ক্লান্ত করতে চাইছে।

শিবিরের জনপ্রিয় কমিটির সদস্য নিহায়া আল-জেন্দি জানান, বছরের শুরুতেই শত শত পরিবার ঘর ছাড়তে বাধ্য হয়েছিল এবং এখনো দেড় হাজারের বেশি পরিবার ফিরতে পারেনি। তিনি একে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেন।

01 Jan 26 1NOJOR.COM

নূর শামস শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী, বহু পরিবার বাস্তুচ্যুত

নিউজ সোর্স

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৩: ০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৩: ১৮
আমার দেশ অনলাইন
ইসরাইলি বাহিনী বুধবার দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নূর শামস শরণার্থী শিবিরে অন্তত ২৫টি ভবন গুঁড়িয়ে দিয়ছে। এই ভবনগুলোতে প্রায় ১০০ পরিবার বসবাস করত।