Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ সকাল সাড়ে ১১টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। এতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারের বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নির্বাচনী স্বচ্ছতা ও ভোটার অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।

12 Jan 26 1NOJOR.COM

তারাগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে অবহিতকরণ সভা

নিউজ সোর্স

তারাগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৪: ১২
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়