Web Analytics

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয়নি। তিনি লেখেন, “তাহলে কী করে বুঝল তারা পরাধীন? কী করে বুঝল তারা স্বাধীন? তারা যেটা বুঝল, কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারল না কেন? তাদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছে না কেন?” ফারুকী বলেন, ‘মাস্টারমশাই থিওরি নয়, কান পাতেন গিয়ে ঐ দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে। দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নিচে চাপা পড়ে গেছে ফ্যাসিবাদ আর আগ্রাসনবাদ। আরও বলেন, “আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে। আজকে সারা দিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবেন। হাজারো শহীদেরা থাকবেন। আর থাকবে জালেমমুক্ত হওয়ার আনন্দ। শেষে লিখেছেন, ‘শোনো মহাজন, আমরা অনেকজন’।”

05 Aug 25 1NOJOR.COM

রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারল না কেন: ফারুকী

নিউজ সোর্স

পিএইচডিওয়ালা দ্বিতীয় স্বাধীনতা বুঝতে পারছে না কেন, প্রশ্ন ফারুকীর

আজ পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থার। এই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশ নতুন করে স্বাধীন হয়েছে তা প্রতিটি শ্রেণি-পেশার মানুষ বুঝতে পারলেও কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারছেন না বলে জানান তিনি।