দীর্ঘ ফোনালাপের পর পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃস্পতিবার (১৬ অক্টোবর) এই দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়। এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে দাবি করে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পরবর্তী বৈঠকে বসবেন তারা। তবে বৈঠকটি কবে, কখন হবে সে বিষয়ে তথ্য জানাননি তিনি।