Web Analytics

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল। সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। তিনি বলেন, বাস্তবতা হলো আওয়ামী লীগের রাজনীতি এখন মৃত। আওয়ামী লীগ তাদের প্রিয় দেশ ভারত থেকে গুজব ছড়াচ্ছে। দেশে থাকা পলাতক লীগরা জঙ্গি স্টাইলে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। এই আওয়ামী লীগ এখন গুজবলীগ ও জঙ্গিলীগে পরিণত হয়েছে। আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন করার সুযোগ দিয়েছে। তাই এমনভাবে সংস্কার করতে হবে, যাতে করে ফ্যাসিবাদ ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায়।

26 Apr 25 1NOJOR.COM

গণহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও: আবু হানিফ

নিউজ সোর্স

‘গণহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও’

দ্রুত সময়ের মধ্যে জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।