ক্রয় কমিটির সভায় সিদ্ধান্ত ছয় দেশ থেকে ১০ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার
ছয় দেশের সাত প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ তেল কেনা হবে। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় অকটেন, এলএনজি, সার ও গম ক্রয়-সংক্রান্ত আরো কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।