ড. ইউনূস বলেছিলেন সেভেন সিস্টার্স সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অঞ্চল, ভারতে তোলপাড়
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেছেন। সফরে দেশটির রাষ্ট্রপ্রধানসহ নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে বলেছিলেন, ‘সেভেন সিস্টার্স সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি এটিকে বাণিজ্যের জন্য বিশাল সম্ভাবনা বলে চীনকে বাণিজ্যিক প্রসারে আহ্বান জানান। এই বক্তব্যের পর ভারতে তোলপাড় শুরু হয়েছে। মোদির অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এক্সে লিখেছেন, ‘ভারতের সাতটি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কী? বাংলাদেশে গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল।’ ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে ‘অবাক করা’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘উত্তর–পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই ড. ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেছেন। সফরে দেশটির রাষ্ট্রপ্রধানসহ নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।