রোজায় মুরগিতে স্বস্তি, কমছে লেবু-শসা-বেগুনের দামও
গত রমজানে বাজার চড়া থাকলেও এবার পরিস্থিতি অন্য রকম। হাতেগোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ নিত্যপণ্যের দাম হাতের নাগালে। তবে রোজা শুরুর আগে হঠাৎ চড়ে যাওয়া মাছ ও মাংসের বাজারেও অনেকটাই ফিরেছে স্বস্তি। সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় বাজারে কমেছে সোনালি ও ব্রয়লার মুরগির দাম। সেইসঙ্গে রমজানের শুরুতে চড়া লেবু, শসা ও বেগুনের দামও কমতির দিকে।