ইসরাইলি আগ্রাসনে শহীদ ৯ ইরানি সাংবাদিক
সম্প্রতি ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের বেসিজ মিডিয়া অর্গানাইজেশন।
ইরানের বেসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মরতেজা কার আমুজিয়ান বলেন, ‘জায়নবাদী ইসরাইলি বাহিনীর সরাসরি ও লক্ষ্যভিত্তিক হামলায় আমাদের ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন।’ তিনি আরও জানান, ‘এ যুদ্ধে ১০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।’ আমুজিয়ান বলেন, ‘আইসিসির সংবিধান অনুযায়ী সাংবাদিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ। এটি ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং এর অ্যাডিশনাল প্রোটোকল-১ এর ৫২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বেসামরিক অবকাঠামো ও সংবাদকর্মীদের সুরক্ষার কথা বলা হয়েছে।’ তিনি জানান, বেসিজ মিডিয়া অর্গানাইজেশন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দোষীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেবে।’
সম্প্রতি ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের বেসিজ মিডিয়া অর্গানাইজেশন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।