মহাকুম্ভে ক্যাটরিনার স্নানের সেই দৃশ্য এখন ভাইরাল
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ভক্তদের বিশ্বাস— মহাকুম্ভে পুণ্যস্নান করলেই 'পাপ ধুয়ে সাফ হবে', আর সেই বিশ্বাস থেকেই হাজির হন বিনোদন জগতের তারকারা। সম্প্রতি মহাকুম্ভে পুণ্যের আশায় শাশুড়িকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করেন অভিনেত্রী।