পাচারকৃত অর্থ ফেরত আনা নিয়ে যা জানালেন প্রেস সচিব
পতিত শেখ হাসিনা সরকারের প্রায় দীর্ঘ ১৬ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে সরকারের প্রচেষ্টায় বিভিন্ন দেশে পাচার হওয়া বেশ কিছু সম্পদ জব্দও করা হয়েছে। এখন এসব ফেরত আনার ব্যাপারে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।