সৌদি পালাতে গিয়ে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তিনি সৌদি আরব পালাতে গিয়েছিলেন। গ্রেফতারকৃত মো. আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। ওসি জানান, আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।