Web Analytics

জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তিনি ও তাঁর স্ত্রী বুশরা বিবি কারাগারে নির্যাতনের শিকার হচ্ছেন সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে। এক্স-এ দেওয়া পোস্টে ইমরান জানান, তাঁদের কারও কিছু হলে মুনিরই দায়ী থাকবেন। ইমরান দাবি করেন, অতীতে মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরানো ও ব্যক্তিগত বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত। তাঁদের মুক্তির দাবিতে ৫ আগস্ট দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই, নেতৃত্বে থাকবেন ইমরানের দুই পুত্র সুলেমান ও কাসিম।

Card image

নিউজ সোর্স

আমার কিছু হলে দায়ী থাকবেন সেনাপ্রধান মুনির: ইমরান খান

জেলবন্দি অবস্থায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেলের মধ্যে তার বা স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেন আসিম মুনিরকে জবাবদিহি চাওয়া হয়।