সন্ত্রাসীদের দাপটে অতিষ্ঠ চরাঞ্চলবাসী
কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে তৎপর হয়ে উঠেছে চরাঞ্চলের সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসী আতঙ্ক ছড়াতে এলাকায় মাঝে মধ্যে গুলিবর্ষণ, বোমা হামলা, চাঁদাবাজি, ডাকাতি, গরু-মহিষ ও ফসল লুটসহ খুনের ঘটনাও ঘটাচ্ছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে চরের মানুষেরা।