Web Analytics

সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেনটাইন এনকুয়েটা-সালামি বলেন, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল-ফাশের এবং তার আশপাশের জমজম ও আবু শোরুক শিবিরে হামলা চালায়। এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মধ্যে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী বলে জানিয়েছে জাতিসংঘ। গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিন এই হামলা চলে। জাতিসংঘ হামলার নিন্দা জানিয়েছে।

Card image

নিউজ সোর্স

সুদানে শরণার্থী শিবিরে আরএসএফের হামলা, নিহত শতাধিক

সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষকবলিত শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মধ্যে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী বলে জানিয়েছে জাতিসংঘ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।