ইসরাইল ও ইরানকে ‘অবিলম্বে’ যুদ্ধ থামানোর আহ্বান চীনের
দুই চিরশত্রু দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চীন আবারও ইসরাইল ও ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছে এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশটি।
সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘আমরা সব পক্ষকেই আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে ইসরাইল-ইরান উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয়। তারা যেন এ অঞ্চলের আরও অস্থিরতার দিকে চলে যাওয়া ঠেকায় এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে’। এর আগে রোববার আরেক মুখপাত্র বলেছিলেন, ‘চীন এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী’।
দুই চিরশত্রু দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চীন আবারও ইসরাইল ও ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছে এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।