সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সেনা সদস্য গ্রেফতার
সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) মো. নাইমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইএসপিআর জানায়, বরখাস্ত সৈনিক মো. নাইমুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। আরো জানায়, সেনাবাহিনীর একটা টিম তার সাথে যোগাযোগ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এরপর তাকে ও তার দুই সহযোগীকে আটক করে সেনাবাহিনী।
সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সেনা সদস্য নাইমুল ইসলাম গ্রেফতার
সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) মো. নাইমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।