বাড়তি বেতন দেবেন না মালিকরা, উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।