বাংলাদেশ ২.০ এখনো সম্ভব: তাসনিম জারা
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। সেই সব দেয়াল লিখন এখনো রয়ে গেছে দেশের নানা প্রান্তে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি। যা নিয়েই এবার ফেসবুক পোস্টে হতাশা এবং একই সঙ্গে আশার কথা শোনালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।