ভারতে বাংলাভাষীদের হেনস্তা নিয়ে এবার সোচ্চার গণমাধ্যম
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভোটার তালিকার বিশেষ শুদ্ধীকরণ প্রক্রিয়া শুরু করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। সরকারিভাবে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নামে পরিচিত এ উদ্যোগের উদ্দেশ্য ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা। কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আটক করে বাংলাদেশি সন্দেহে হয়রানি করায় এ উদ্যোগ তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ওড়িশাসহ একাধিক রাজ্য থেকে এমন অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে বৈধ আধার, ভোটার আইডি, রেশন কার্ড থাকা সত্ত্বেও শুধু ভাষার ভিত্তিতে লোকজনকে সন্দেহ করা হচ্ছে।