দুই হাজার ৪৯ ভোটকেন্দ্র সংস্কারে প্রয়োজন ১১০ কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে দুই হাজার ৪৯টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজন ১১০ কোটি ২৭ লাখ টাকা।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের প্রতিবেদন বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে দুই হাজার ৪৯টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজন ১১০ কোটি ২৭ লাখ টাকা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন এক হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামতে খরচ হবে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া, ৫৫৯টি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা। ইতোমধ্যে শিক্ষা সচিবকে এই অর্থ বরাদ্দ দেয়ার জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। ওই চিঠির অনুলিপি ইসিকেও দেয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে দুই হাজার ৪৯টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজন ১১০ কোটি ২৭ লাখ টাকা।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।