নওগাঁয় থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে প্রশ্নপত্র বাইরে
নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বের করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়েছে কিনা, অথবা গোপনে তা ফাঁস করা হয়েছে কিনা, সে বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।