রাবিতে চারটি আবাসিক হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেখ মুজিবুর রহমান পরিবারের স্বজনদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়ে নতুন নাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে নির্মাণাধীনসহ চারটি আবাসিক হলের নামফলক ভেঙে নতুন নাম দেন।