ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা।
ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা। মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে ভাসতে থাকায় স্বজনের কাছে হস্তান্তর সম্ভব হয়নি। ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত চার দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছিল না ওয়াসিমের। শুক্রবার দুপুরে মরদেহ ভাসতে দেখা যায়। বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে আসে। মানব পাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদেদের সঙ্গে কথা হলে মরদেহটি ওয়াসিমের বলে জানায় তারা। বিজিবি জানিয়েছে, বিএসএফকে জানানো হয়েছে, তবে মরদেহটি কার বা কোন দেশী, তা নিশ্চিত নয়!
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা।