প্রতিদিন ক্ষতি দেড় কোটির বেশি : শ্রমিক অসন্তোষে মধ্যপাড়া শিলা খনিতে ধর্মঘট, বন্ধ পাথর উত্তোলন
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি—মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিক অসন্তোষের কারণে পাথর উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রফিট বোনাস ও চাকরিচ্যুত চার শ্রমিক নেতাকে পুনর্বহালের দাবিতে শ্রমিকরা বুধবার সকাল ৭টা থেকে ধর্মঘট শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল সকালে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) জানায়, শ্রমিক অসন্তোষ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে পাথর উত্তোলনের কার্যক্রম বন্ধ থাকবে। খনি কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতারা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।