সংঘাতের কেন্দ্রবিন্দু চীনা বিনিয়োগ ক্ষেত্র কিয়াকফিউ
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক জান্তাবিরোধী সংঘাত নতুন মাত্রা পেয়েছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী কিয়াকফিউ। গুরুত্বপূর্ণ এ শহর দখলে আরাকান আর্মি আগ্রাসী হয়ে উঠছে। বিপরীতে তাদের ঠেকাতে এরই মধ্যে এ অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করছে মিয়ানমার জান্তা; বাড়িয়েছে সৈন্য, অস্ত্রসহ সামরিক সরঞ্জামের মজুদ। সব মিলিয়ে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে কিয়াকফিউ, যা শুধু সামরিক বা রাজনৈতিক নয়; ভূরাজনৈতিক স্বার্থ ও আঞ্চলিক শক্তির লড়াইয়েরও কেন্দ্রবিন্দু।