২৪ ঘণ্টায় এক উপজেলায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, নিহত ২
রাজশাহীর দুর্গাপুরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পারিবারিক বিরোধ, কলহ ও সহিংসতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ দুপুর পর্যন্ত রাজশাহীর দুর্গাপুরে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে, দুর্গাপুর আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহিৃত। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা ঘটে এ উপজেলায়। ২৮ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করেন পাইকড়তলী গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৫)। একই সময়ে বিষপান করেন উপজেলার তেবিলা গ্রামের মো. রন্টুর স্ত্রী তাহমিনা খাতুন (৩০)। দুজনেরই মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন।
রাজশাহীর দুর্গাপুরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।