Web Analytics

বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় শহীদদের স্মরণে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আওয়ামী লীগের ১৬ বছরের একদলীয় শাসন ও নিপীড়নের নিন্দা জানান। গুম-খুনের শিকারদের তালিকা তৈরির আহ্বান জানান তিনি। শহীদদের আত্মত্যাগ স্মরণ, বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

01 Jul 25 1NOJOR.COM

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

নিউজ সোর্স

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, যেকোন মূল্যে এই রক্ত স্রোত, মায়ের অশ্রু ধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে।