জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাত কমছে উত্তরের তিন জেলায় বিরূপ প্রভাব কৃষি খাতে
বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রা স্থান, ঋতু ও আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে। সাধারণভাবে দেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ধরা হয় ২ হাজার ৩০০ মিলিমিটার। ছয় ঋতুর দেশে আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল হলেও কার্তিক মাস পর্যন্ত কম-বেশি বৃষ্টি হয়। বছরের বাকি সময়ে তেমন একটা বৃষ্টি হয় না। এখন শ্রাবণ মাস। প্রাকৃতিক নিয়মেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বন্যাও দেখা দিয়েছে। তবে ভিন্ন চিত্র উত্তরের তিন জেলায়। ভরা বর্ষাতেই প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলছে না ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণও কমছে সীমান্তবর্তী অঞ্চলগুলোয়, যার প্রভাব পড়ছে কৃষিতে এবং অনেকটা শঙ্কিত করে তুলেছে কৃষকদের। বৃষ্টির অভাবে এসব অঞ্চলে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষক। বৃষ্টিনির্ভর আউশ ধান নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।৷বিপাকে পড়েছেন পাটচাষীরাও।