Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী এই মেলা ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন করবেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি, প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে লেখক ফোরামের সভাপতি আশিক খান জানান, শহীদ ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং তাঁর জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। বইমেলায় বিভিন্ন প্রকাশনার স্টল, স্মরণসভা, আলোচনা সভা, সেমিনার ও তরুণ লেখক-পাঠকদের মতবিনিময় অনুষ্ঠান থাকবে।

আয়োজকরা জানান, বইকে মুক্তচিন্তা ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই এই মেলার উদ্দেশ্য এবং এটি প্রতিবছর ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

12 Jan 26 1NOJOR.COM

ঢাবিতে ১৮ জানুয়ারি শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা

নিউজ সোর্স

ঢাবিতে শুরু হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা | আমার দেশ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৩
প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬। আগামী ১৮ থেকে ২২