Web Analytics

কৃষকরা বাঁধের ছিদ্র বড় হয়ে ফসলের ক্ষতি হতে পারে জানালে মোবাইলে ফোনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বলেন, জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে লিক রয়েছে কেন? উপদেষ্টা বলেন, কদিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দেব। বুঝতে পারছেন? পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না। আবার বলেন, না পয়সা খান না, আপনার নাম, মোবাইল নাম্বার সব দেন। রাবার ড্যাম আপনি সাত দিনের মধ্যে মেরামত করবেন। সাত দিনের মধ্যে শেষ করবেন। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায় এহনে, আসেন এহানে।

Card image

নিউজ সোর্স

RTV 10 Apr 25

আপনারেই কিন্তু রিপেয়ার কইরা দেব, ড্যাম মেরামত না করায় নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

সুনামগঞ্জের করচার হাওরের রাবার ড্যাম মেরামত না করায় এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে রিপেয়ার (মেরামত) করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।