আপনারেই কিন্তু রিপেয়ার কইরা দেব, ড্যাম মেরামত না করায় নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
সুনামগঞ্জের করচার হাওরের রাবার ড্যাম মেরামত না করায় এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে রিপেয়ার (মেরামত) করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।