ফিলিস্তিনে বন্দি দিবস: অবরুদ্ধ ভূখণ্ড, কারাবন্দি জাতি
গাজা—আধুনিক বিশ্বের একমাত্র অবরুদ্ধ ভূখণ্ড। দখলদার ইসরাইলের ‘রাষ্ট্র খেঁকো’ ছকের নিশানায় থাকা অসহায় ফিলিস্তিন মানচিত্রের একটি অংশ। বিশ্ব ইতিহাসে যাদের আরেক নাম—কারাবন্দি জাতি! বছরের পর বছর ধরে ইসরাইলের নির্মম নির্যাতনের স্বীকার হয়ে আসছে ফিলিস্তিনিরা। কখনো অবরুদ্ধ, কখনো আবার বিনা দোষে ইসরাইলের কারাগারে বন্দি। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই থেমে থেমে চলছে এই অন্যায়-অবিচার।