ড্রেজিং ব্যবস্থাপনা নীতিমালা : নদী খাল হাওর জলাশয় খননে লাগবে সরকার অনুমোদিত ড্রেজার
দেশের নদ-নদী, খাল, জলাশয় ও হাওর সরকার অনুমোদিত ড্রেজারের মাধ্যমে খনন করতে হবে। অন্যথায় খননকাজ অবৈধ বলে গণ্য হবে। সম্প্রতি প্রণীত ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ এ এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো প্রণীত এ ড্রেজিং ব্যবস্থাপনা মানতে হবে সরকারি-বেসরকারি সব পক্ষকে।